মোহরানা দিয়ে দেওয়া ফরজ। না দিলে সহবাস
বৈধ হবেনা। যাক নির্জন পরিবেশে যখন বর-কণের
মাঝে প্রচন্ড মিলন স্পৃহা সৃষ্টি হবে তখন সহবাসের পূর্বক্ষণে তিনবার বিসমিলাহ সহ সূরায়ে ইখলাছ
এবং সূরায়ে ফালাক ও সূরায়ে নাছ পড়ার পর
নিম্নোক্ত দোয়া পড়বে অতঃপর
সহবাসে লিপ্ত হবে।
” ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ، ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺟَﻨِّﺒْﻨَﺎ
ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥَ ، ﻭَﺟَﻨِّﺐْ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥَ ﻣَﺎ
ﺭَﺯَﻗْﺘَﻨَﺎ “
অর্থঃ “আলাহর নামে শুরু করছি। হে আলাহ! আমাদেরকে শয়তানের অনিষ্ট থেকে দূরে রাখুন।
আমাদেরকে যে সন্তান- সন্ততি দান করবেন,
তাদেরকে শয়তানের অনিষ্ট থেকে দূরে রাখুন”
তারপর বীর্যপাতের সময় বীর্যপাতের দোয়া মনে
মনে পড়বে। যার অর্থঃ “হে আলাহ! আমাদের
যে সন্তান দান করবেন তাতে শয়তানের
কোন অংশ রাখবেন না।” তাহলে হাদীসের
ভাষ্যানুসারে সে সহবাস দ্বারা সন্তান জন্ম গ্রহণ
করলে শয়তান তার কোন অনিষ্ট সাধন
করতে পারবে না।
শায়খ আব্দুল হক৷মুহাদ্দিসে দেহলভী (রহঃ) বলেন,
এ৷দ্বারা বুঝা যাচ্ছে যে, সহবাস- কালীন সময়ে এই দোয়া না পড়লে শয়তান প্রভাব বিস্তার করে এবং সন্তান- সন্ততির ভেতর অশান্তি ও
হানাহানি সৃষ্টি হয়।
আল্লাহ যেন আমাদের সঠিক আমল করার তৌফিক দেন আমিন ৷


0 মন্তব্যসমূহ