Header Ads Widget

Responsive Advertisement

ব্রেন শক্তি বৃদ্ধি করার সহজ পদ্ধতি ৷ শরিয়াত সম্মত টিপস


ভূমিকা: - অনেক ছাত্র ছাত্রীর মধ্যে একটি সমস্যা দেখা যায় তা হল -- তারা বলে থাকে পড়া মুখস্ত হচ্ছেনা,পড়া ভুলে যাচ্ছি এবং বেসি পড়লে মাথা ব্যাথা করছে ইত্যাদি ৷
আজ তাদের কিছু টিপস শিখিয়ে দিব যদি নিয়মিত আমল করতে পারে তাহলে ইন শা আল্লাহ উপকার পাবে ৷

আমল ১: - নামাজের পড়ার পর কোরানের এই আয়াতটি পড়বেন --
ربى زدني علماً
উচ্চারন - রাব্বি জিদনী ইলমা
অনুবাদ - হে আল্লাহ আমার জ্ঞান বৃদ্ধি কর ৷
আল্লাহ রহমান ও রহিম তিনি নিশ্চয় জ্ঞান বৃদ্ধি করবেন ৷ তার পর দেখবেন আল্লাহর দয়াতে আপনি খুব কম সময় বেশি বেশি পড়া মনে রাখতে পারছেন ৷

২য় আমল:-  নামাজ পড়ার পর ডান হাত কপালে রেখে ১১ বার পড়বেন يا قويٌّ উচ্চারন --ইয়া কাবিয়ু ৷

৩য় আমল: - পড়তে বসার সময় পড়া শুরু করার আগে ৩ বার দরুদ শরিফ পড়ে নিবেন দেখবেন মাথা ঠান্ডা থাকবে এবং পড়া তাড়া তাড়ি মুখস্ত হবে ৷

এই আমলগুলি করলে ইন শা আল্লাহ আপনি তার ভালো ফল পাবেন ৷
------------------------------M.A আজিজ কাদরী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ