Header Ads Widget

Responsive Advertisement

সাহাবিদের মর্যাদা

সাহাবীগনের মর্যাদা রাদ্বিয়াল্লাহু আনহুম আজমাইন

সাহাবা-ই কেরামের ফযিলত সম্পর্কে
অনেক হাদীস শরীফ বর্ণিত আছে । তন্মধ্যে
কয়েকটি এখানে উদ্ধৃত হল –
ﻋﻦ ﺍﺑﯽ ﺳﻌﯿﺪ ﺍﻟﺨﺪﺭﯼ ﺭﺿﯽ ﺍﻟﻠﮧ ﺗﻌﺎﻟﯽ ﻋﻨﮧ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﮧ ﺻﻠﯽ
ﺍﻟﻠﮧ ﻋﻠﯿﮧ ﻭﺳﻠﻢ ﻭﻻ ﺗﺴﺒﻮﺍ ﺍﺻﺤﺎﺑﯽ ﻓﻠﻮ ﺍﻥّ ﺍﺣﺪﮐﻢ ﺍﻧﻔﻖ ﻣﺜﻞ ﺍﺣﺪ ﺫﮬﺒﺎ ﻣﺎ
ﺑﻠﻎ ﻣﺪّ ﺍﺣﺪﮬﻢ ﻭﻻ ﻧﺼﻔﮧ -
অর্থাৎ,হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু
তা’আলা আনহুর থেকে বর্ণিত,তিনি
বলেন,নবী করীম সাল্লাল্লাহু আলাহি
ওয়াসাল্লাম ইরশাদ করেন -“আমার কোন
সাহাবীকে মন্দ বলনা । তোমাদের কেউ
যদি উহুদ পর্বততূল্য স্বর্ণও খয়রাত করে,তবুও
তাঁদের সোয়া সের যব সদ্কা করার সমানও
হতে পারেনা;বরং এর অর্ধেকেরও বরাবর
হতে পারেনা ।”
[বুখারীঃ১ম খন্ড-৫১৮ পৃষ্ঠা,তিরমিযীঃ২য়
খন্ড-২২৫ পৃষ্ঠা]
ﻋﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﮧ ﺑﻦ ﺍﻟﻤﻐﻔﻞ ﺭﺿﯽ ﺍﻟﻠﮧ ﻋﻨﮧ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﮧ ﺻﻠﯽ ﺍﻟﻠﮧ
ﻋﻠﯿﮧ ﻭﺳﻠﻢ ﻓﯽ ﺍﺻﺤﺎﺑﯽ ﻻ ﺗﺘﺨﺬﻭ ﺍﻧﺘﻢ ﻋﺮﺿﺎ ﻣﻦ ﺑﻌﺪﯼ ﻓﻤﻦ ﺍﺣﺒﮭﻢ
ﻓﺒﺤﺒﯽ ﺍﺣﺒﮭﻢ ﻭﻣﻦ ﺍﺑﻐﻀﮭﻢ ﻓﺒﺒﻐﻀﯽ ﺍﺑﻐﻀﮭﻢ –
অর্থাৎ,হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল
রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন , হুজুর আকরাম সল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন –
“আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে
ভয় কর , তাঁদেরকে ভৎর্সনা ও বিদ্রূপের
লক্ষ্যবস্তুতে পরিণত কর না। যে আমার
সাহাবীকে মহব্বত করল,সে আমার
মুহাব্বতে তাঁদেরকে মুহাব্বত করল এবং যে
তাঁদের প্রতি বিদ্বেষ পোষণ করল, সে
আমার প্রতি বিদ্বেষ পোষণের কারনে
তাঁদের প্রতি বিদ্বেষ পোষণ করল”।
[তিরমিযি শরীফ,২য়-২২৫]
ﻋﻦ ﺍﺑﻦ ﻋﻤﺮ ﺭﺿﯽ ﺍﻟﻠﮧ ﺗﻌﺎﻟﯽ ﻋﻨﮧ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﮧ ﺻﻠﯽ ﺍﻟﻠﮧ ﻋﻠﯿﮧ
ﻭﺳﻠّﻢ ﺍﺫﺍ ﺭﺍﯾﺘﻢ ﺍﻟﺬﯾﻦ ﯾﺴﺒّﻮﻥ ﺍﺻﺤﺎﺑﯽ ﻓﻘﻮﻟﻮﺍ ﻟﻌﻨۃ ﺍﻟﻠﮧ ﻋﻠﯽ ﺷﺮّﮐﻢ -
অর্থাৎ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর
রাদিয়াল্লাহু তা’আলা আনহুমা হতে
বণির্ত, তিনি বলেন, হুজুর আকরাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ
করেন- “যখন তোমরা এ ধরনের লোক দেখবে,
যারা আমার সাহাবীকে মন্দ বলে, তখন
তাদের উদ্দেশে বলে দাও, তোমাদের
অনিষ্টের উপর আল্লাহর অভিশাপ হোক”।
[তিরমিযী ২য় খন্ড-২২৫ পৃঃ]

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ