Header Ads Widget

Responsive Advertisement

নবীগন কবরে জিন্দা

                   بسم الله الرحمن الرحيم
           
  নবীগন কবরে জিন্দা আছেন (আলাইহিমুস্সালাম)
নবীদের শরীর মাটির জন্য ভক্ষণ করা হারাম ।
স্বয়ং প্রিয় নবী হাদীস 
শরীফে ইরশাদ করেছেন- ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياالانبياء فنبى الله حىٌّ يرزق
অনুবাদ : -নিশ্চয়  আল্লাহ তা'আলা নবীদের শরীর মোবারককে মাটির জন্য
ভক্ষণ  করা হারাম করে দিয়েছেন। অতএব আল্লাহর নবী (রওজা পাকে)
সশরীরে জিন্দা রয়েছেন। নবীদের রিযিক প্রদান করা হয়েছে। {ইবনে মাজা,মিশকাত শরীফ}

হজরত  আনাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন
রাসুল সাল্লাহু আলাইহি ও সাল্লাম  বলেছেন
الانبياءُ احياءٌ في قبورهم يصلون
নবীগণ আলাইহিমুস্সালাম কবরে জিন্দা আছেন
এবং নামাজ পড়েন৷  {খাসায়েসে কুবরা শরীফ}
*অপর হাদীসে এরশাদ হয়েছে- হযরত আনাস ইবনে মালিক
রাদ্বিয়াল্লাহু তা'আলা আ'নহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে হযরত মূসা
আলাইহিস সালামের (কবরের্) নিকট দিয়ে অতিক্রম করেছিলেন
এবং তিনি (স্বচক্ষে) মুসা আলাইহিস সালামকে কবর
শরীফে দন্ডায়মান হয়ে নামাজরত অবস্থায় দেখেছিলেন।
{সহীহ মুসলিম শরীফ}

নবিগন কবরে জীবিত এই বিষয়ে বিভিন্ন হাদিস

الأَنْبِيَاءُ أَحْيَاءٌ فِي قُبُورِهِمْ يُصَلُّونَ
হযরত আনাস (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, নিশ্চয়ই নবীগণ কবরে জীবিত; তারা নামায পড়েন।
দেখুনঃ- বাইহাক্বী-হায়াতুল আম্বিয়া, ১৫ খণ্ড, ১৪৮ পৃষ্ঠা । মুসনাদে বাযযার, হাদীস নং ৬৩৯১। মুসনাদে আবী ইয়া‘লা, হাদীস নং ৩৪২৫ ।

مَرَرْتُ عَلَى مُوسَى لَيْلَةَ أُسْرِيَ بِي عِنْدَ الْكَثِيبِ الأَحْمِرِ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي قَبْرِهِ
রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেনঃ- যেই রাতে আমাকে মি’রাজে নেয়া হলো সেই রাতে যখন আমি মূসা (আ.) এর নিকট এলাম এমতাবস্থায় যে, তিনি লাল বালুকাস্তুপের নিকট স্বীয় কবরে দাঁড়িয়ে নামায পড়ছিলেন।
দেখুনঃ- সহীহ মুসলিম, হাদীস নং ৫৯৮১ । মুসনাদে আহমাদ, হাদীস নং ১২৫০৪ । সুনানে নাসায়ী, হাদীস নং ১৬৩১ ।

إِنَّ الأَنْبِيَاءَ لا يُتْرَكُونَ فِي قُبُورِهِمْ بَعْدَ أَرْبَعِينَ لَيْلَةً , وَلَكِنَّهُمْ يُصَلُّونَ بَيْنَ يَدَيِ اللَّهِ عَزَّ وَجَلَّ حَتَّى يُنْفَخَ فِي الصُّورِ
হযরত আনাস (রা.) হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেনঃ- নবীগণ তাঁদের কবরে চল্লিশদিন অতিবাহিত হওয়ার পর নিবৃত্ত থাকেন না এ ছাড়া যে, তারা মহান আল্লাহর সমীপে নামায পড়তে থাকেন। আর তা অব্যাহত থাকবে যাবত (কিয়ামতের জন্য) শিঙ্গায় ফুঁক দেয়া হয়।
দেখুনঃ- মুসনাদে আবু ইয়া‘লা, হাদীস নং ৩৪২৮ । মুসনাদে বায্‌যার, হাদীস নং ৬৩৯৬ । দেখুনঃ- মাজমাউয যাওয়ায়িদ, ৪র্থ খণ্ড, ২১১ পৃষ্ঠা ।

إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَجْسَادَ الْأَنْبِيَاءِ فنبيُّ الله حيٌّ يُرْزَق
হযরত আবু দারদা (রা.) হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেনঃ- আল্লাহ তা‘আলা যমিনের উপর হারাম করে দিয়েছেন যে, নবীগণের শরীর খাবে। তাই আল্লাহর নবী মাত্রই জীবিত এবং রিযিকপ্রাপ্ত হন।
দেখুনঃ- সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১৬৩৭

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ