Header Ads Widget

Responsive Advertisement

ছোট বাচ্চাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের অভ্যাস গড়ে তোলার কিছু সহজ টিপস



ছোট বাচ্চাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের অভ্যাস গড়ে তোলার কিছু সহজ টিপসঃ
.
আবু হুরাইরাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) বলেছেন, “তোমাদের সন্তানদেরকে ৭ বছর বয়স থেকেই সালাতের শিক্ষা দাও আর যদি তারা ১০ বছর বয়সের পরেও নামায আদায় না করে তবে প্রয়োজনে তাদেরকে প্রহার কর এবং তাদের বিছানা আলাদা করে দাও”। [সুত্রঃ আবু দাউদ; হাদিস নং:৪৯৫, সহীহ্‌ আল-জামী’তে শাইখ আল-আলবানী হাদিসটিকে “সহীহ্‌” বলে উল্লেখ করেছেন, হাদিস নং:৫৮৬৮]
.
১। ঘুমাতে যাওয়ার আগে তাদেরকে আল্লাহ্ সুবহানাহুতায়ালা, ইসলাম, নামাজ এবং নবী ও রাসুলগনদের জীবনী থেকে মজার মজার গল্প শুনান, অবশ্যই সহজ করে এবং মজা দিয়ে।
.
২। যখন আযান দেয়া হয় তাদেরকে মনোযোগ সহকারে আযান শুনতে বলুন ।
.
৩। তাদেরকে নামাজের জন্য পোশাক কিনে দেন এবং নামাজের সময় হলে পরতে বলুন।
.
৪। তাদেরকে অজু করতে বলুন আপনার সাথে কারন শিশুরা পানি নিয়ে খেলতে পছন্দ করে।
.
৫। অজুর পর তাদেরকে যথাযথ ভাবে আপনার সাথে নামাজের নিয়ম গুলো
অনুসরন করতে বলুন। মনে রাখবেন,তারা নামাজে অলসতা কিংবা নামজের মাঝখান থেকে চলে গেলেও আপনি শান্ত থাকুন, পরের নামাজে তাদেরকে আবার আপনার সাথে জয়েন করতে বলুন।
.
৬। আপনার বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যান এবং একসাথে নামাজ আদায় করুন।
.
৭। যখন তারা বড় হবে তাদেরকে নামাজের জন্য অনুপ্রাণিত করুণ।
.
আল্লাহ সকলকে প্রকৃত নামাযী হওয়ার তৌফিক দান করুক। আমিন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ