Header Ads Widget

Responsive Advertisement

সম্মিলিত মোনাজাত

সম্মিলিত মুনাজাতঃ
হযরত হাবীব ইবনে মাসলামা
রাযি. বর্ণনা করেন, রাসূলে পাক
সল্লাল্লাহু ‘আলাইহী ওয়া সাল্লাম
ইরশাদ করেছেন “যদি কিছু
সংখ্যক লোক একত্রিত হয়ে এভাবে
দু’আ করে
যে, তাদের একজন দু’আ করতে
থাকে,
আর অপররা ‘আমীন’ ‘আমীন’ বলতে
থাকে, তবে আল্লাহ তা’আলা তাদের
দু’আ অবশ্যই কবুল করে
থাকেন।’
(তালখীসুয যাহাবী : ৩/৩৪৭ পৃঃ,
মুস্তাদরেকে হাকেম: ৫৪৭৮

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ